যাদুকরী সোনার মাছ
এক ছিল এক ছোট্ট গ্রাম। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে স্বচ্ছ জলভরা নদী। সেই নদীর ধারে বাস করত এক গরিব মৎস্যজীবী, তার স্ত্রী আর ছোট ছেলে গোপাল।
একদিন মৎস্যজীবী নদীতে মাছ ধরতে গিয়ে জালে পেল এক অদ্ভুত মাছ। সেটি ছিল সম্পূর্ণ সোনালী রঙের, আর তার চোখ দুটি যেন টকটকে লাল রুবির মতো জ্বলজ্বল করছিল।
মাছটি হঠাৎই মৃদু স্বরে বলল, "আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে তিনটি ইচ্ছা পূরণের বর দেব!"
মৎস্যজীবী অবাক হলেও দয়া করে তাকে ছেড়ে দিল।
ফিরে এসে সে স্ত্রীকে বলল, আর তারা প্রথম ইচ্ছা চাইল – "আমাদের অনেক খাবার দরকার।"
মুহূর্তেই ঘরে হাজির হলো সুস্বাদু খাবারে ভরা থালা।
এরপর তারা দ্বিতীয় ইচ্ছা চাইল – "আমাদের একটি ভালো ঘর চাই!"
সঙ্গে সঙ্গে পুরোনো কুঁড়েঘরের জায়গায় দাঁড়িয়ে গেল সুন্দর এক বাড়ি।
কিন্তু মৎস্যজীবীর স্ত্রী লোভী হয়ে বলল, "এবার রাজপ্রাসাদ চাই!"
এই কথা শুনে মাছটি বলল, "লোভ করলে সব হারাবে!" কিন্তু স্ত্রী কথা শুনল না।
রাজপ্রাসাদ চাইতেই হঠাৎ এক ঝড় উঠে সবকিছু উড়িয়ে নিয়ে গেল! তারা ফিরে পেল তাদের পুরোনো কুঁড়েঘর।
মৎস্যজীবী বুঝতে পারল, লোভ ভালো নয়। তাই সে খুশি মনে আগের মতো মাছ ধরে সুখে শান্তিতে বসবাস করতে লাগল।
শিক্ষা: অতিরিক্ত লোভের ফল কখনো ভালো হয় না!
No comments: