সততার পুরস্কার: কাঠুরিয়া রামুর গল্প (Jalpari o Kathuria Ramu)

(Jalpari o Kathuria Ramu)I সততার পুরস্কার: কাঠুরিয়া রামুর গল্প 

সুপ্রভাত বন্ধুরা! আজ আমরা শুনবো এক অসাধারণ সততার গল্প। গল্পের নাম- "সততার পুরস্কার: কাঠুরিয়া রামুর গল্প"। শুরু থেকেই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

বহু বছর আগে এক গাঁয়ে থাকত রামু নামে এক গরীব কাঠুরিয়া। প্রতিদিন সে জঙ্গলে গিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করত।এই গ্রামের পাস দিয়া একটা নদীর জল বয়ে যাচ্ছিল। 

[Background sound: কুড়াল দিয়ে কাঠ কাটার শব্দ]

রামু: আপন মনে   কাঠ কাটতে কাটতে বলতে  লাগল সারাদিন  ক্লান্ত হয়ে পড়ি। তবুও এই কাজ দিয়েই আমাদের সংসার চলে।এমনি কাঠ কাটতে কাটতে হঠাৎ কুড়ালটা পড়ে গেল নদীতে


 রামুর কুড়াল নদীতে পড়ে গেল

[Background sound: কুড়াল পড়ার শব্দ, রামুর অবাক হওয়ার কণ্ঠ]

রামু: ওহ না! আমার কুড়ালটা পড়ে গেল নদীতে! আমি কী করবো এখন? এই বলে কান্না শুরু করে দিল। এই নদীতে বাসকরতো এক  জলপরী,কান্নাশুনে ঠাৎ নদীর মধ্য থেকে এক সুন্দর জলপরী উঠে এল।

[Background music: দুঃখজনক সুর]


জলপরী নদী থেকে উঠে আসছে তার হাতে একটি সোনার কুড়াল।

জলপরী: হে কাঠুরিয়া, এটি কি তোমার কুড়াল?

রামু: না দেবী, এটি আমার কুড়াল নয়।


 রামু সোনার কুড়াল নিতে অস্বীকার করছে

🎙️Narrator: জলপরী এবার একটি রূপার কুড়াল দেখালো।

জলপরী: তবে এটি কি তোমার কুড়াল?

রামু: না, সেটিও আমার কুড়াল নয়। আমার কুড়াল ছিল সাধারণ লোহার।

[Background sound: জলপরীর মৃদু হাসি]

জলপরী খুশি হয়ে তিনটি কুড়াল দিচ্ছে

🎙️Narrator: রামুর সততা দেখে জলপরী খুশি হয়ে তিনটি কুড়াল - সোনার, রূপার এবং লোহার - তাকে দিয়ে দিল।

জলপরী: তুমি একজন সৎ মানুষ। আমি তোমার সততার জন্য তিনটি কুড়ালই উপহার দিলাম।

রামু: ধন্যবাদ মা! আপনার আশীর্বাদ আমার সারা জীবনের সম্পদ।


বাড়িতে ফিরে রামুর খুশি

[Background music: খুশির সুর]

রামু: (পরিবারের সাথে) দেখো, মা! আজ আমার সততার পুরস্কার আমি পেয়ে গেলাম।

মা: সন্তান, সততা সবসময় পুরস্কৃত হয়।

🎙️Narrator: বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি যে সততা সবসময় আমাদের জীবনে সাফল্য নিয়ে আসে।


🎵 বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও সুন্দর গল্পের জন্য



সততার পুরস্কার: কাঠুরিয়া রামুর গল্প (Jalpari o Kathuria Ramu) সততার পুরস্কার: কাঠুরিয়া রামুর গল্প (Jalpari o Kathuria Ramu) Reviewed by শ্রী শ্রী সত্যনারায়ণ নমঃ on March 11, 2025 Rating: 5

No comments:

Powered by Blogger.